রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ মানুষ তার মূল্যবান সম্পত্তি চোরের হাত থেকে রক্ষা করতে সচরাচর লোহার শিকল ও তালা ব্যবহার করেন এটাই স্বাভাবিক। তবে খেজুরের রস চুরি ঠেকাতে রসের বোতলকে ছিকল দিয়ে তালা বদ্ধ করা এমন বিষয় সত্যিই অবাক করার মতো।
এই ডিজিটাল পদ্ধতিতে রস সংগ্রহ এবং চোরের হাত থেকে বাঁচাতে এমন অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন মোঃ ফোরকান হাওলাদার। এদিকে এ ঘটনা জানাজানি হলে তালাবদ্ধ রসের হাঁড়ি এবং তার এই পদ্ধতি দেখতে ভিড় জমানো শুরু করছেন এলাকার উৎসুক জনতা।
বাদুর তো দূরের কথা এমনকি মৌমাছি তেও খেতে পারবে না তার ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহীত খেজুরের রস।
তিনি ব্যবসায়ী হওয়া সত্বেও কারো সাহায্য ছাড়া নিজের ইচ্ছাশক্তিতে আবিষ্কার করেছেন এই পদ্ধতি।
মোঃ ফোরকান হাওলাদার পটুয়াখালী দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের আঠারোগাছিয়া গ্রামের বাসিন্দা, ছোট্ট একটি কম্পিউটারের দোকান চালিয়ে তিন সন্তান নিয়ে জীবিকা নির্বাহ করে।
তার এই ডিজিটাল পদ্ধতি দেখে উৎসাহিত হয়ে অনেক গাছিয়াল খেজুরের রস চোরের হাত থেকে বাঁচাতে এমন পদ্ধতি অবলম্বন করছে।
আক্তারুজ্জামান শামিম নামে এক ব্যক্তি বলেন, এখন আর তেমন একটা খেজুর গাছ দেখা যায় না। খেজুরের রসের চরা দাম হওয়ায়, চোরেরা রস ও হাড়ি চুরি করে নিয়ে যায়। তবে খেজুর গাছে এইরকম তালাবদ্ধ করতে এই প্রথম দেখলাম। ওনার বুদ্ধি দেখে বিষয়টি খুব ভালো লাগল।
গাছিয়াল মোঃ ফোরকান হাওলাদার বলেন আসলে এটা আমার কোনো পেশা না এটা হইলো আমার শখ। এতো কষ্ট করেও আমার কাঙ্খিত খেজুরের রসটা না পাওয়ায় কিভাবে আমার খেজুরের রসটা পাওয়া যায় এবং চোর ও পোকার হাত থেকে রক্ষা করতে পারি তাই আমি এই ব্যাবস্থাটা করেছি ।