কুষ্টিয়া: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কুষ্টিয়া শহরের দিশা টাওয়ার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী।
বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আরিফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক সুজাউদ্দিন জোয়ার্দার, ইসলামি বিশ্ববিদ্যালয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডঃ গোলাম মাওলা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা আহমদ আলী, সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, খেলাফত মজলিস কেন্দ্রীয় নায়েবে আমির
অধ্যাপক সিরাজুল হক, দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়ার পিপি অ্যাডভোকেট আল মুজাহিদ হোসেন মিঠু প্রমুখ।
বক্তারা আরও বলেন, যখন কোনো ব্যক্তি সিয়াম পালন করে, তখন তার অন্তরে সহনশীলতা বৃদ্ধি পায়, যা পরবর্তীতে তার পরিবারের সদস্য, প্রতিবেশী, বন্ধু এবং অন্যান্য মানুষের সাথে সম্পর্ক গড়তে সাহায্য করে। সহনশীলতা রমজানের গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, যা ব্যক্তির মাঝে দয়া, সহানুভূতি এবং অন্যের প্রতি সহানুভূতি জাগ্রত করে।
এসময় সংগঠনের জেলা ও থানা নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সমাজকর্মী প্রশাসন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post