Print Date & Time : 7 September 2025 Sunday 3:41 am

খেলাফত মজলিস আমিরের মৃত্যুতে এনএসবি পার্টির শোক

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের আমির ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র চেয়ারম্যান মুহাম্মদ শাহ আলম তাহের এবং মহাসচিব সৈয়দ আহমদ শফী আশরাফী।

৭ এপ্রিল শুক্রবার এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, কুরআন-হাদিস প্রচার-প্রসারে ব্যাপক অবদান রয়েছে মাওলানা যোবায়ের আহমদ চৌধুরীর। অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনের এক অনন্য রাহবার। মাওলানা যোবায়ের চৌধুরীর ইন্তেকালে জাতি একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালো। তার শূন্যস্থান পূরণ হবার নয়। মহান আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা।

উল্লেখ্য, খেলাফত মজলিসের আমির অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ৭ এপ্রিল শুক্রবার ইফতারের পর ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

দৈনিক দেশতথ্য//এসএইচ//