Print Date & Time : 11 May 2025 Sunday 10:58 am

খোঁজ মেলেনি সুন্দরবনে নিখোঁজ মন্টুর

মনিরুজ্জামান জুলেট, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ সুন্দরবনে মধু কাটতে গিয়ে বাঘের আক্রমণে এক মৌয়াল নিখোঁজ হয়েছে বলে জানা যায়।

নিখোঁজ হওয়া মৌয়াল মন্টু গাজী (৫৫) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সাবুত আলী গাজীর ছেলে।

তথ্য সুত্রে জানা যায়, গত ১ এপ্রিল শনিবার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে ১১ জনের মধু কাটার পারমিট নিয়ে মধু কাটার জন্য সুন্দরবনে প্রবেশ করে। মধু কাটার এক পর্যায়ে গত ১৬ এপ্রিল রোববার ভারতের সুন্দরবনে প্রবেশ করে। একদিন পর ভারতীয় বন বিভাগের ধাওয়ায় নৌকা ফেলে সুন্দরবনে পালিয়ে যায়। পরবর্তীতে কাঠের ভেলা বানিয়ে ভাসতে ভাসতে ১৯ এপ্রিল বাংলাদেশের তালপট্টি খাল নামক স্থানে পালিয়ে আসে পৌঁছায়।

সুন্দরবন থেকে ফিরে আসা মৌয়াল নজরুল কয়াল বলেন, ‘ভারতে নৌকা ধাওয়ার পর আমরা সবাই গাড়ানদী পার হয়ে তালপট্টি খালে চলে আসি। তালপট্টি খালে আসার পর মন্টু গাজীসহ বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ মন্টুকে একটি কাঁকড়া গাছের নিচে বসিয়ে রেখে নৌকার সন্ধ্যানে আমরা সবাই নদীর পাড়ে আসি। দীর্ঘক্ষন পর ফিরে যেয়ে দেখি গাছের নিচে এসে দেখি মন্টু নেই।’

তিনি বলেন, ‘অনেক খোঁজাখুঁজির পর সেখানে শুধু বাঘের পায়ের ছাপ আর কিছু ডালপালা ভাঙা দেখতে পেয়ে ধারণা করলাম তাকে বাঘে নিয়ে গেছে।

জানতে চাইলে বুড়িগোয়ালিনী ফরেষ্ট স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘ফিরে আশা মৌয়ালদের ভাষ্যমতে জানা যায় ভারতের বন বিভাগের কাছে নৌকা খাওয়া গিয়েছে মৌয়ালদের। তিন দিন পর বাংলাদেশের অংশের অভয়ারণ্য এলাকার তালপাট্টিতে আশার পরে মন্টু নামের এক মৌয়ালকে বাঘে ধরেছে।

তিনি বলেন, ‘যেহেতু তার (মন্টু) লাশ পাওয়া যায় নি, সেহেতু মন্টু যে বাঘের আক্রমণে নিহত হয়েছে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বন বিভাগ ঘটনাস্থলের ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলতে পারবে।’

এ বছর মধু আহরণের মৌসুমের প্রথম থেকেই মৌয়ালরা ভারতের সুন্দরবনকে বেশি প্রাধান্য দিচ্ছে জানান ইতিপূর্বে মধু আহরণ করে ফেরা মৌয়ালরা। চলতি মৌসুমে দুটি বাঘের আক্রমণসহ অনেক ঘটনার সাথে জড়িত ভারত সুন্দরবন। অধিক মধু পাওয়ার আশায় এভাবে ভারত সুন্দরবনের উপর নির্ভরশীল থাকলে দূর্ঘটনা আরো বাড়বে জানান মৌয়ালরা।

দৈনিক দেশতথ্য//এসএইচ//