কুষ্টিয়ার খোকসাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সাথে সংসদ সদস্যে ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ এর মতবিনিময় সভা হয়েছে।
৮ই নভেম্বর বুধবার দুপুর ১২টায় খোকসা-জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন এ আয়োজন করে উপজেলা প্রশাসন।
এতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার সেলিম আলতাফ জর্জ বলেন, যার কেউ নেই তার পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। সরকার বয়স্ক ভাতা, শিক্ষা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
তাই আগামী নির্বাচনে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি বিধানকান্তি হালদার, প্রাণিসম্পদ অফিসার শাহিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, কৃষি অফিস সবুজ কুমার সাহা, সমাজসেবা কর্মকর্তা হাসানুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস শকিব খান টিপু, খোকসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, আম বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহসহ উপকারভোগী হাজারো মানুষ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ নভেম্বর ২০২৩

Discussion about this post