খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: খোকসা বাজার রক্ষা বাঁধ দখল করে ব্লকের উপর জোরপূর্বক পাকা দোকান ঘর নির্মাণ কাজের অভিযোগ উঠেছে। খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আল মোর্শেদ মাসুম শান্ত’র বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যায়।
স্থানীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন দেখা যায়, খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আল মোর্শেদ মাসুম শান্ত গড়াই নদীতে খোকসা বাজার রক্ষা বাঁধের ব্লকের উপর পাকা দোকান ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। নদীতে ব্লক দিয়ে বাঁধ দেয়া হয়েছে, এই বাঁধের ব্লক সরিয়ে দোকান ঘর নির্মাণ করছে। এই বাঁধের উপর দিয়ে সাধারন মানুষের চলাচলের রাস্তা ছিল, যে রাস্তা দোখান ঘর নির্মাণ করে বন্ধ করে দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানান, খোকসা বাজার রক্ষা বাঁধের উপর দিয়ে সাধারন মানুষের চলাচল করবে। যা অত্রএলাকা ও পাশ্ববর্তী এলাকার মানুষের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক ও চলাফেরার জন্য স্বাচ্ছন্দবোধ এলাকা হিসেবে মনে করছিল। বাঁধ নির্মানের পরেও সাধারন মানুষের চলাফেরার জন্য বাঁধ উন্মুক্ত রাখার কথা আল মোর্শেদ মাসুম শান্ত নিজেও এলাকাবাসীর নিকট প্রচার চালাতো । কিন্তু এক পর্যায়ে বাঁধ এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাওয়ায় আল মোর্শেদ মাসুম শান্ত নিজের জমি দাবী করে জোরপূর্বক পাকা দোকানঘর নির্মানের কাজ শুরু করেন। স্থানীয় প্রভাবশালী ও আওয়ামীলীগ নেতা হওয়ায় আল মোর্শেদ মাসুম শান্ত’র বিরুদ্ধে কেউ কথা বলতে পারেন না বলেও তারা জানান।
এ বিষয়ে খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আল মোর্শেদ মাসুম শান্ত’র সাথে কথা বলতে তার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী অফিসার মো: ইসহাক আলী বলেন, এ ধরনের অভিযোগ জানার পরে আল মোর্শেদ মাসুম শান্তকে ডাকা হয়েছে। তিনি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
নদীর তীরে বাজার রক্ষা বাঁধের ব্লকের উপর পাকা দোকান ঘর নির্মান করা সঠিক হচ্ছে কিনা তা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এছাড়াও আল মোর্শেদ মাসুম শান্ত’র বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের মরা খাল থেকে মাটি কেটে বিক্রির অভিযোগও পাওয়া গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৭.২০২২//

Discussion about this post