নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খোকসা উপজেলা, পৌরসভা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রাক্তন নেতাকর্মীদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার খোকসার কমলাপুরে রুমিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের সাবেক নেতা কর্মীরা এ মতবিনিময় সভার আয়োজন করেন।
খোকসা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠতা সভাপতি মোজাফফর-উজ-জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
এ মতবিনিময় ও আলোচনা সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ হোসেন, কুমারখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায় ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ, জেলা বিএনপির কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক খন্দকার সামসুল জাহিদ, খোকসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন।
এ মতবিনিময় ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মমিনুর রহমান মমিন, বেতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. মনোহর আলী প্রমুখ।
এছাড়াও এ মতবিনিময় ও আলোচনা সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমিকে সম্মাননা প্রদান করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের খোকসা উপজেলা শাখার প্রাক্তন নেতাকর্মীরা।
এ মতবিনিময় ও আলোচনা শুরুতে অনুষ্ঠানে কোরাআন তেলোয়াত ও গীতা পাঠ করার হয়। কোরাআন তেলোয়াত করেন মওলানা হাফেজ মো. বিল্লাল হোসেন ও গীতা পাঠ করেন শ্রী মনি মোহন বিশ্বাস।

Discussion about this post