বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), খোকসা উপ-শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস খোকসা উপ-শাখার সভাপতি আবুল কাশেম শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালক ও কুষ্টিয়া শাখা সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু। বিশেষ অতিথি ছিলেন বিসিডিএস কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু, নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান সাজু, নির্বাহী সদস্য মোঃ ওবাইদুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মোকাদ্দেস হোসেন, নির্বাহী সদস্য মোঃ আশরাফুল আলম ও নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম। খোকসা উপ-শাখার পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানিক মোঃ সাইফুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী, ডাঃ মোঃ বাবুর আলী, আকরামুজ্জামান বাচ্চু, সেলিম আহমেদ, এসকেন্দার মাহবুব শিপন প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন মোঃ আকমল হোসেন। গীতা পাঠ করেন নারায়ণ চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফরিদ আলী। উক্ত সভায় ব্যবসায়ীক সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করা হয়।
এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ৩১,২০২২//

Discussion about this post