খোকসা প্রতিনিধি : কুষ্টিয়াতে হুসাইন (২) নামে এক শিশু বাচ্চা ম্যাজিক লিচু নিয়ে খেলতে গিয়ে গলায় আটকে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত হুসাইন জেলার খোকসা উপজেলার প্রোপগ্রামে মোহাম্মদ রিফাত আলীর সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, একুশে আগস্ট শনিবার বিকালের দিকে শিশুটি ম্যাজিক লিচু নিয়ে খেলা করতে করতে হঠাৎ গলার মধ্যে আটকে যায়। এসময় শিশু হোসাইনের পরিবারের সদস্যরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে।
খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিশুটিকে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।