নিজস্ব প্রতিবেদক ।।কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর স্কুল এন্ড কলেজে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের কলেজ শাখার সরকারী এমপিওভুক্ত হওয়া উপলক্ষ্যে বুধবার এ আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ড. আমানুর আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. মাহবুবুল আরফিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা শিক্ষা অফিসার নাজমুল হক, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমেরিকা প্রবাসী আব্দুল মোমিন বিশ্বাস, সাবেক সভাপতি হাসান বসির সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন রমানাথপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল।
প্রধান অতিথি ড. মাহবুবুল আরফিন তার বক্তৃতায় রমানাথপুর স্কুল এন্ড কলেজের কলেজ শাখা এপিওভুক্ত হওয়ায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তিনি বলেন এই প্রতিষ্ঠান দীর্ঘ প্রায দুইযুগ অপেক্ষা করেছে এমপিও তালিকাভুক্ত হতে। এত দীর্ঘ অপেক্ষার পর এই সফলতা খুবই আনন্দের।
তিনি ধন্যবাদ জানান দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে যিনি ঐ গ্রামেরই সন্তান এবং এ প্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ হতে যিনি সহায়তা করেছেন। তিনি শিক্ষার্থীদের বলেন তাদের সামনে প্রধান বিচারপতির মতো একজন মানুষের উদাহরণ রয়েছে যিনি ঐ গ্রাম থেকেই এতবড় অবস্থানে গিয়েছেন। তাকে সামনে রেখেই তিনি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে স্কুল ও কলেজ শাখার ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ ও কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আর//দৈনিক দেশতথ্য//২৯ জুলাই-২০২২//

Discussion about this post