Print Date & Time : 10 May 2025 Saturday 11:09 am

খোকসার এক মন্দিরে ১০৩ প্রতিমা

কুষ্টিয়ার খোকসায় শারদীয় দূর্গা উৎসব উদযাপনে এক মন্দিরে ১০৩ টি প্রতিমা তৈরী করে পূজার আয়োজন চুড়ান্ত পর্যায়ে চলছে। এটিই জেলা সর্ববৃহৎ ও ব্যয়বহুল পূজা। এখানে ১০ দিন ধরে প্রতিমা প্রদর্শনী চলবে।

শনিবার দেবীর অধিবাস ও আমন্ত্রনের মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। উৎসব প্রাণবন্ত করতে উপজেলার ৫৬ টি পূজামন্ডপ ও মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন চলছে মন্ডপ ও মন্দির সাজসজ্জা ও আলোক সজ্জার কাজ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, যোগাযোগ ও পাবলিক গ্যাদারিং বিবেচনায় উপজেলার ৮টি মন্দির ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে। এ সব মন্ডপ ও মন্দিরে যথেষ্ট সংখ্যায় আনছার-ভিডিপি সদস্য, গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ডিবি সদস্যরা টহলে থাকছে।

প্রতিটি ইউনিয়নে সামাজিক সম্প্রতী সভা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও স্থানীয় এমপির পক্ষ থেকে মন্দির কমিটির সভপতি-সম্পাদকদের সাথে আইন শৃংখলা বিষয়ক সভা করা হয়েছে।  
 
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ৩০,২০২২//