Print Date & Time : 21 April 2025 Monday 2:41 pm

খোকসায় কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

শামীম হাসান খানঃ কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬’মার্চ) সকাল সাড়ে ১০ টায় খোকসা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এই মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কুষ্টিয়া-০৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ বাবুল আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা রুহুল আজম, জিল্লুর রহমানসহ অনেকই।

মেলায় ২০ টি স্টল স্থান পেয়েছে। এই স্টলে বিভিন্ন৷ ধরনের ফসলের প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৬ মার্চ ২০২৩