Print Date & Time : 5 July 2025 Saturday 3:33 pm

খোকসায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

খোকসা প্রতিনিধি ॥ ‘মুজিববর্ষের সফলতা ঘরেই পাবেন সকল ভাতা’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুষ্টিয়া খোকসা উপজেলায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ মো. আশিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীণ। বক্তারা বলেন, অফিসের নিজ নিজ দায়িত্বে নিজেদের দায়বদ্ধতাই জনগণের সেবা করার প্রত্যয় নিয়ে কাজ করার পুনর্ব্যক্ত করেন। জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন বলেন, স্ব-স্ব দফতরের কর্মকর্তাদের নিজেদের কর্মদক্ষতা সক্ষমতা বৃদ্ধি করে জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করে নিজে ধন্য করুন এবং জাতিকে সমৃদ্ধ করুন। ওই জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে সমাজসেবা অফিসের উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার হাতে।