খোকসা-কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের বাসিন্দা ব্যবসায়ী সাজেদুর রহমান মুকুলের বসতভিটা দখল করে কলা গাছ লাগিয়েছে তারই নিকট আত্বীয়রা। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়,ব্যবসায়ী সাজেদুর রহমান মকুলের বাড়ির সামনে কলা গাছ লাগিয়েছে তারই মামাতো ভাই টকন সঙ্গীয় ভারাটে লোকজন। জমির মালিক সাজেদুর রহমান মুকুল ব্যবসার কারনে ঢাকাতে অবস্থান করায় বর্তমানে তার বোন-জামাই বসবাস করছে।মুকুলের বোন চাকরী স্থান ভেড়ামারায় থাকেন,ছুটির দিন গুলোতে তিনি তার ভাইয়ের বাড়িতেই থাকে। গত ৩ ডিসেম্বর শুক্রবার ব্যবসায়ী মুকুল ও তার বোন বাড়িতে আসলে দেখতে পাই যে তার ভাই মুকুলের বাড়ির সামনে কে বা কারা শাক-সবজির মধ্যে কলা গাছ লাগিয়ে রেখে গেছে। পরে তিনি আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে যে তার মামাতো ভাই টকন কিছু ভাড়াটে লোকজন সাথে নিয়ে কলা গাছ লাগিয়ে রেখে গেছে। কলা গাছ লাগানোর বিষয়ে টকনকে জিজ্ঞেস করলে তিনি বলেন আমাদের জমিতে গাছ লাগিয়েছি তাতে সমস্যা কোথায়? টকন বলেন মুকুল আমার ফুফাতো ভাই, আমার বাবা তাদের বসবাসের জন্য কিছু জায়গা তার কাছে বিক্রি করে কিন্তু মুকুল জালিয়াতি করে ৩ শতক জমি বেশি লিখে নেই,এবিষয়ে কোর্টে মামলা চলছে। উল্লেখ্য যে ২০১৪ সালের ২৩ ই ডিসেম্বর সাজেদুর রহমান মুকুল তার মা নুর মহল বেগমের কাছ থেকে খোকসা উপজেলার সমশপুর মৌজার আর,এস ১৫৭৫ ও আর এস ১৫৭৭ দাগে ১-৪৭ শতকের মধ্যে সর্বমোট .০৭৬৫ শতক জমি ক্রয় করে। পরর্বতীতে ২০১৫ সালের ২১ মে সাজেদুর রহমান তার মামা লুৎফর রহমানের কাছ থেকে আর,এস ১৫৭৭ দাগের উঃ-দঃ কোন থেকে ০.১৫০ একর জমি ক্র?য় করে।এরপর ২০১৮ সালের ২৮ মার্চ আবারও সাজেদুর রহমান তার মামা লুৎফর রহমানের কাছ থেকে তার স্ত্রীর নামে ১৫৭৭ দাগের .০৬৫০ একর জমি ক্রয় করে। এতদাশর্তেও জমির প্রকৃত মালিকের জমি ভোগ দখল থাকা অবস্থায় সাজেদুর রহমানের মামা লুৎফর রহমান গত ৯-ই নভেম্বর ২০২১ ইং তারিখে কুষ্টিয়ার বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় জারি করার জন্য আবেদন করে। আদালত অভিযোগ আমলে নেই কিন্তু তার এই আবেদন অসত্য প্রমাণিত হওয়ায় আবেদনটি খারিজ করে দেই আদালত। এবিষয়ে খোকসা সমশপুর ভুমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা শাহাবুদ্দিন জানান যে,সাজেদুর রহমানের নামে সমশপুর মৌজার ১০৭৭ দাগে .০৮.০০ শতক জমি আছে যা ২০২৮ সালের খাজনা পরিশোধ রয়েছে। এরপর কোর্টের আদেশ অমান্য করে মেহেদী হাসান টকন (৪২) পিতাঃ লুৎফর রহমান সাং- শমসপুর,উপজেলায় খোকসা,গত ৩ ডিসেম্বর সাজেদুর রহমানে অনুপস্থিতিতে তার বাড়ি ঘরে হামলা চালায় এবং তার বসত বাড়ির সামনে সবজি খেতে কলা গাছ লাগিয়ে দেয়। এবিষয়ে ভুক্তভোগী সাজেদুর রহমান খোকসা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান জানান,এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Discussion about this post