Print Date & Time : 5 May 2025 Monday 5:20 pm

খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতির ভাই গুলিবিদ্ধ

কুষ্টিয়া প্রতিনিধি ঃ 

কুষ্টিয়ার খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই আব্দুল আওয়াল কনক খান (২৫) দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। মঙ্গলবার  রাত ৯ টার দিকে বাড়ি ফেরার সময় মাশিলিয়া গ্রামের গোরস্থানের নিকট পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। গুলি তাঁর ঘাড়ে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান এ হামলার জন্য কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের সন্ত্রাসী বাহিনীকে দায়ী করে তাঁর নিজ ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

গুলিবিদ্ধ আব্দুল আওয়াল কনক খান (২৫) খোকসার জয়ন্তীহাজরা ইউনিয়নের মাশিলিয়া গ্রামের বক্কার খানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানের ছোট ভাই।

ছাত্রলীগ সভাপতির ফেসবুকে স্ট্যাটার্স প্রসঙ্গে জানতে চাওয়া হলে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ বলেন, নি:সন্দেহে এ হামলার ঘটনা ন্যাক্কারজনক। তবে এই হামলার পিছনে আমি বা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তারের কোন সম্পৃত্ততা নেই। তিনি দাবি করেন বাবুল আক্তার উপ-নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার পর থেকে স্থানীয় আওয়ামীলীগের একজন প্রভাবশালী নেতা ও তাঁর কর্মী বাহিনী আওয়ামীলীগ দলীয় প্রার্থী যাতে নির্বাচনে পরাজিত হন সেজন্য উঠেপড়ে লেগেছেন। তারাা প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঘোড়া মার্কা প্রার্থীকে বিজয়ী করার জন্য এবং ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত। এই হামলা তারই একটি অংশ। আর এসব অনাকাঙ্খিক ঘটনার দায় যারা আওয়ামীলীগ করে আওয়ামীলীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদেরকেই নিতে হবে। 

খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খোকসা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রচারণা বন্ধ থাকলেও উভয়পক্ষের মধ্যে প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে সংঘাত চলছেই। গুলাগুলি চলাকালীন ছাত্রলীগের সভাপতির ভাই ঘাড়ে গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। এ হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

আজ বুধবার (২ নভেম্বর) খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নিরর্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীও সমর্থকদের মধ্যে প্রায়-প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। এসব নানা ঘটনায় চরম উত্তপ্ত গোটা খোকসা উপজেলা।  

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২২//