আলাউদ্দিন খাঁন সভাপতি, স্বপন সাধারণ সম্পাদক
কুষ্টিয়া প্রতিনিধি ঃ
দীর্ঘ এক যুগ পর উৎসবমুখর পরিবেশে খোকসা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৩ আগস্ট) খোকসার ঐতিহ্যবাহী জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে। উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে আলাউদ্দিন খাঁন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আনিসুজ্জামান স্বপন নির্বাচিত হন এছাড়াও সাংগঠনিক সম্পাদক -১ মো: মমিনুর রহমান মমিন এবং সাংগঠনিক সম্পাদক -২ হিসাবে বাহারুল ইসলাম বাহার নির্বাচিত হয়েছে। সম্মেলনে কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সম্মেলনের সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
প্রধান বক্তার বক্তব্যে বাবু জয়ন্ত কুমার কুন্ডু বলেন, আওয়ামী লীগের নেতারা বলেছিলেন, শেখ হাসিনা নাকি কোনো দিন ক্ষমতাচ্যুত হবেন না। কিন্তু সেই বক্তব্য বাস্তবে টেকেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তারেক রহমানের নেতৃত্বে বাংলার মাটিতে টিকতে না পেরে পরাজিত হয়ে পালিয়েছে।
তিনি আরও বলেন, “তারেক রহমানই একমাত্র নেতা, যিনি লন্ডনে বসে বাংলাদেশের পদ্মা, মেঘনা এবং যমুনার মতো প্রতীকী শক্তিকে সঙ্গে নিয়ে শেখ হাসিনাকে পরাজিত করেছেন। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আবারও জনগণের শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি এ জেড জি রশিদ, রেজা বাজু মুন্সি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরিফসহ উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত হওয়া এই সম্মেলন খোকসা উপজেলা বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ও প্রাণশক্তি সঞ্চার করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
এল//দৈনিক দেশতথ্য //

Discussion about this post