মেহেরপুর সদর উপজেলার খোকসা স্পোর্টস ক্লাবের উদ্যোগে, খোকসা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় জুগিন্দা একাদশ জয়লাভ করেছে।
শুক্রবার (১০ মার্চ) বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জুগিন্দা একাদশ ৯ রানে গাড়াডোব কাজলা ক্রিড়াচক্র কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জুগিন্দা একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে । দলের পক্ষে হাসান সবোর্চ্চ ৩৪ রান করেন। গাড়াডোব কালজা ক্রিড়াচক্রের পক্ষে জুবাই ও নয়ন সবোর্চ্চ ৩টি করে উইকেট দখল করেন।
জবাবে খেলতে নেমে গাড়াডোব কাজলা ক্রিড়াচক্র একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৮ রান করে। দলের পক্ষে তৌকির সবোর্চ্চ ২৪ রান করেন। জুগিন্দা ক্রিকেট একাদশের আবু-সাঈদ সবোর্চ্চ ৩ উইকেট দখল করেন। খেলায় বিজয়ী দলের আবু সাঈদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এবং বিজয়ী দলের আজমাইন টুর্নামেন্ট সেরা নির্বাচন হন। বিকালে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের সমাপ্তি হয়।
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ১০,২০২৩//

Discussion about this post