কুষ্টিয়ার খোকসায় ঐতিহ্যবাহী চকহরিপুর হোসনুল উলুম মাদ্রাসায় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডের নীতিমালা অনুযায়ী নিয়োগ, টেন্ডার সহ যেকোন সিদ্ধান্তের বিষয়ে অবশ্যই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার কথা থাকলেও মানছে না মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ।
এদিকে মামলার তোয়াক্কা না করে কুষ্টিয়ার খোকসা চকহরিপুর হোসনুল উলুম মাদ্রাসায় শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। মোকাম খোকসা সহকারী জজ আদালতে মাদ্রাসার সভাপতি আল মাসুদ মোর্শেদ এর বিরুদ্ধে মোছা: আমেনা খাতুন বাদী মামলা করেছেন। যার মামলা নং- দেং-৬০/২০২২। আমেনা খাতুন মামলার নথিতে উল্লেখ করেন, বাদী চকহরিপুর হোসনুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ পদে ১৭/০৬/২০২২ ইং তারিখে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষা যোগসাজসী , বেআইনী, বিধি বিধান পরিপন্থি ঘোষনা অন্তে উক্ত পরীক্ষা বাতিল বাবদ ২২/০৬/২২ ইং তারিখে অত্র মোকদ্দমা রুজু করত: অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্ত করিলে ১-৪/১১ নং বিবাদী প্রতি ২৯/০৬/২২ ইং তারিখে শোকজ নোটিশ জারী হয়। কিন্তু ১ নং বিবাদী বাদীর মোকদ্দমার সংবাদ পাইয়া তড়িঘড়ি করিয়া ২২/০৬/২২ ইং তারিখে জাহিদুল হক ও বাহারুল ইসলামকে যথাক্রমে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে অন্যায়ভাবে নিয়োগ দিয়াছেন এবং তাহারা ইং ৩০/০৬/২২ তারিখে বেআইনীভাবে যোগদান করিয়াছেন ও বিবাদীগণ মোকদ্দমার শোকজ নোটিশ পাওয়া সত্ত্বে ইং ০২/০৭/২২ তারিখে গভর্নিং বডির সভায় উক্ত ২ জনের যোগদান অনুমোদন করিয়াছেন।
উল্লেখ থাকে যে, ইতিপূর্বে বিভিন্ন সময়ে মাদ্রাসার রড, গাছ সহ বিভিন্ন জিনিসপত্র টেন্ডার ছাড়াই বিক্রি করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১ ফেব্রুয়ারি ২০২৩