মুন্সীগঞ্জ প্রতিনিধি:
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জয়ী হয়েছে। আর চারটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বুধবার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এদিন সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। তবে পৃথক পৃথক স্থানে বিচ্ছিন্ন সহিংসতার মধ্যে দিয়ে বিকেলে চারটায় শেষ হয় ভোটগ্রহণ। পরে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা-ভবেরচর ইউপিতে ইঞ্জিনিয়ার সাইদ লিটন (স্বতন্ত্র), টেঙ্গারচরে কামরুল ইসলাম ফরাজী (স্বতন্ত্র), বালুয়াকান্দিতে শহিদুজ্জামান জুয়েল (স্বতন্ত্র) ও হোসেন্দীতে আক্তার হাজ্বী (স্বতন্ত্র)।
বিজয়ী নৌকার প্রার্থীরা হলেন-গজারিয়া ইউপিতে শফিউল্লাহ শফি (নৌকা), ইমামপুরে হাফিজুজ্জামান খাঁন জিতু (নৌকা) ও গুয়াগাছিয়াতে আবুল খায়ের মোহাম্মদ আলী খোকন (নৌকা)।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post