Print Date & Time : 14 July 2025 Monday 2:49 pm

গড়াই নদ খনন প্রকল্পে কোটি টাকার তেল আত্মসাত

কুষ্টিয়ায় গড়াই নদ খনন প্রকল্পে কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের ড্রেজার বিভাগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ড্রেজার বন্ধ থাকা অবস্থায় কাগজে চালু দেখিয়ে মন্ডল ফিলিং স্টেশনের যোগসাজশে তেল আত্মসাত করা হয় বলে তদন্তে প্রমাণ পেয়েছে সংস্থাটি।

রোববার (১৩ জুলাই) বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পালের নেতৃত্বে ৫ সদস্যের দুদক দল এ অভিযান চালায়।

দুদক জানায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ২৯ কোটি টাকার গড়াই পুনরুদ্ধার প্রকল্পের আওতায় ১৪ কিলোমিটার নদীখনন কাজ শেষ হয়। প্রকল্পে তেল সরবরাহকারী প্রতিষ্ঠান ছিল মন্ডল ফিলিং স্টেশন।

দুদক বলছে, প্রকল্প চলাকালীন বন্ধ ড্রেজার চালু দেখিয়ে ভুয়া ভাউচারে বিপুল পরিমাণ তেল বিল দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে।

সহকারী পরিচালক নীল কমল পাল জানান, প্রাথমিক তদন্তে ভাউচার পরীক্ষা করে অভিযোগের সত্যতা মিলেছে। আলামত সংগ্রহ করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

তবে অভিযোগ অস্বীকার করে মন্ডল ফিলিং স্টেশনের মালিক আক্তার মন্ডল বলেন, ‘আমাকে যেখানে তেল দিতে বলা হয়, আমি শুধু সেখানে নামিয়ে দিই। এর বাইরে কিছু জানি না।’
এ বিষয়ে প্রকল্প পরিচালক (পিডি) সৈকত বিশ্বাস কোনো মন্তব্য করতে রাজি হননি।