কুষ্টিয়া প্রতিনিধি: রোটারি ক্লাব অব কুষ্টিয়া ও রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে গতকাল গড়াই মহিলা ডিগ্রি কলেজে স্তন ও জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিকভাবে সনাক্তকরণ প্রোগ্রামের আওতায় সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন গাইনোকলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট রোটাঃ প্রফেসর ডাঃ সাবেরা খাতুন ও ক্যান্সার হাসপাতালের এসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ রিফাত আরা।
বক্তব্য রাখেন গড়াই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ উত্তম কুমার ঘোষ ও রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ক্লাব ট্রেইনার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা সেইভ লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটাঃ বদরুল হাসান, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট রোটাঃ কে এম রুয়াইম রাব্বি ও প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম রনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন গড়াই মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন) মুহাঃ মাজহারুল হক। অনুষ্ঠানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) নুর আসমা, সহকারী অধ্যাপক (অর্থনীতি) শাহানাজ বেগম, জ্যেষ্ঠ প্রভাষক (অর্থনীতি) শাহীনুর ইসলাম, জ্যেষ্ঠ প্রভাষক (ব্যবস্থাপনা) আব্দুর রশিদ, জ্যেষ্ঠ প্রভাষক (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) শামীমা আফরোজ, জ্যেষ্ঠ প্রভাষক (যুক্তিবিদ্যা) মাহমুদা খাতুন, প্রভাষক (সমাজবিজ্ঞান) হাসান মাহমুদ।
এহ/30/10/24/ দেশ তথ্য