Print Date & Time : 9 July 2025 Wednesday 12:03 am

গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন।

লালমনিরহাট জেলা পরিষদ উপ নির্বাচনে অংশ গ্রহন করতে তিনি পদত্যগ করেন।

আগামী ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের নিকট তিনি পদত্যাগ পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, সহকারী কমিশনার( ভূমি) লোকমান হোসেন, পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত।

উল্লেখ্য লালমনিরহাট জেলা পরিষদের উপ নির্বাচনে আবু বক্কর সিদ্দিক শ্যামল সহ ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এরা হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য সফুরা বেগম (কাপ পিরিচ),আওয়ামীলীগ লালমনিরহাট জেলা সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস),আওয়ামী লীগ লালমনিরহাট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বাদল (চশমা) ও কালিগঞ্জ উপজেলার কাকিনা এলাকার মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ এপ্রিল লালমনিরহাট জেলার ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান গন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগন,২ পৌর সভার মেয়র ও কাউন্সিলর গন সহ ৬২৪ জন ভোটার একটানা সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দৈনিক দেশতথ্য//এইচ//