Print Date & Time : 22 August 2025 Friday 3:25 pm

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে ঝিনাইদহে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

এতে খন্ড খন্ড মিছিল সহকারে জেলা উপজেলার নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হয়। এসময় জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গণতন্ত্রকে হত্যা করে মানুষের স্বাধীনতাকে হরণ করে অবৈধভাবে এই আওয়ামী লীগ সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষ বিএনপি’র ডাকে সারা দিয়ে অবৈধ সরকার অপসারনে অংশ নিবে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৫ জানুয়ারি ২০২৩