Print Date & Time : 10 May 2025 Saturday 7:17 pm

গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে- মাসুদ অরুণ

মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেন, অনেক রক্তের, অনেক মা বোনের সম্বভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। আজ যখন ভাত এবং ভোটের অধিকারের জন্য সংগ্রাম করতে হচ্ছে, আমরা এই অবৈধ সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি, তখন আমাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সকল দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে, মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করতে হবে, গণমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে এবং তার মধ্য দিয়েই আমরা একটি স্বপ্নের বাংলাদেশ জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। আজ মঙ্গলবার (৩০ মে) সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টার মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় এসব কথা বলেন।

মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাবেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদর উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা তাঁতি দলের দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক রায়হানউল কবির, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আকিব জাভেদ সেঞ্জির। আলোচনা সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩০ মে ২০২৩