Print Date & Time : 6 August 2025 Wednesday 11:08 am

গণমুক্তি ইউনিয়নের মিছিলে হামলার নিন্দা ও প্রতিবাদ

আজ ২১ নভেম্বর সকাল ১০টায় গণমুক্তি ইউনিয়ন জামালপুর জেলার উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় নেতা শিবলুল বারী রাজুর নেতৃত্বে নির্বাচনের তফসিল বাতিল ও সরকার উচ্ছেদের দাবির মিছিলে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গণমুক্তি ইউনিয়ন জামালপুর জেলার শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগের হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় আহবায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু সংবাদপত্রে এক বিবৃতি প্রদান করেন।
তিনি বলেন, গাবের গ্রাম চৌরাস্তার মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মাদারগঞ্জ উপজেলা চত্বরে পৌঁছালে বিনা উষ্কানিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিত হামলা করে। এতে ১০/১২ জন নেতাকর্মী গুরুতর আহত হয় এবং পুলিশ প্রশান্ত বর্মণ, রেজাউল ও ইমনকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে বলা হয় জনমত উপেক্ষা করে জোরপূর্বক ক্ষমতায় আসার জন্য সরকার একতরফা তফসিল ঘোষণা করেছে। অন্যদিকে গণমুক্তি ইউনিয়ন সহ বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের মিছিল-মিটিংয়ে হামলা,গ্রেফতার করছে।

বিবৃতিতে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তির ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানানো হয়

দৈনিক দেশতথ্য//এইচ//