Print Date & Time : 2 July 2025 Wednesday 12:40 pm

গণমুখী ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা

মনিরুজ্জামান জুলেটঃ শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের ভেটখালী শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল

এর বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার ১৪ জানুয়ারি এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের ভেটখালী শাখার উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় শাখা ব্যবস্থাপক এর কার্যালয়ে মোঃ আব্দুল জলিল এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শাখার হিসাব রক্ষক মোঃ ইয়াছিন আলী সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র অফিসার সাদ্দাম হোসেন।
এই সময় উপস্থিত ছিলেন আনিছুর রহমান, মাছুদুর রহমান, বিশ্বজিৎ কুমার,মাছুরা খাতুন,দিলিপ কুমার,তৈহিদুর রহমান, নিয়াজ মোহাম্মদ, আমিনুর রহমান, বিবেকানন্দ সরদার, তপন হাওলাদার, জিকো বদ্যৈ,ডাঃ গোবিন্দ চন্দ্র বিশ্বাস, মোঃ আব্দুল রহমান, মনিরুজ্জামান জুলেট প্রমুখ। বিদায়ী বক্তব্যে আব্দুল জলিল বলেন, প্রতিষ্ঠানকে ভালোবেসে দীর্ঘদিন কাজ করে গেছি। যতদিন থাকবো নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানের পাশেই থাকবো। বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এসএইচ//