Print Date & Time : 1 July 2025 Tuesday 4:38 pm

গণশুনানিতে অভিযোগ করে প্রতিকার পাচ্ছেন রিংকু

হাটহাজারী উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নে গত কিছুদিন পূর্বে অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের গণশুনানিতে রিংকু মনি নামের একজন ভুক্তভোগী অভিযোগ করে প্রতিকার পেতে যাচ্ছেন। গণশুনানিতে ভুক্তভোগী মহিলা গত কয়েকবছর ধরে তার উপর চলা নির্যাতনের চিত্র তুলে ধরেছিলেন।

জানা যায়, ভুক্তভোগী মহিলা রিংকুর ২০১৮ সালে তার স্বামীর সাথে ডিভোর্সের আগে স্বামী ও দেবরের নানারকম নির্যাতনের শিকার হয়েছিলেন। এবং ডিভোর্সের পরে তার বিয়ের কাবিনের টাকা ও দুই সন্তানের ভরণপোষণও পায়নি। এছাড়া ভুক্তভোগীর বাবার বাড়ি থেকে প্রাপ্ত নিজ ব্যবহার্য আসবাবপত্রও বারবার ফেরত চেয়েও ফেরত পায়নি। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের কয়েকদফা সালিসেও সমস্যার কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগী সেই রিংকু।

পরে উপজেলার গুমান মর্দ্দন ইউনিয়নে অনুষ্ঠিত গণশুনানিতে প্রাপ্ত অভিযোগের প্রেক্ষিতে গত ০৬ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উভয় পক্ষের শুনানি গ্রহণপূর্বক উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি কতিপয় সিন্ধান্ত গ্রহণ করেন। সিন্ধান্তগুলোর মধ্যে প্রথম সিদ্ধান্ত অনুযায়ী গত রবিবার ভুক্তভোগীর সাবেক স্বামী আব্দুর রহিমের নিকট হতে সকল আসবাবপত্র হস্তান্তর করা হয়েছে।

এ সময় উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা মহিলা ও শিশুবিষয়ক অফিসার, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলমগীর, নূরুল আবসার ও রোকসানা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলম জানান, উভয় পক্ষের শুনানির পর উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি কয়েকটি সিন্ধান্ত গ্রহণ করেন, তার মধ্যে প্রথম সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। 

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//