কুষ্টিয়া : কুষ্টিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে, জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মৌন মিছিল কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস থেকে শুরু হয়ে বড়বাজার রেলগেটে গিয়ে শেষ হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী,
জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল, পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, এবং বিএনপির সদস্য ও সাবেক জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ প্রমুখ।
এর আগে বাদ জুমা কুষ্টিয়ার কোর্ট স্টেশন মসজিদে শহীদদের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Discussion about this post