Print Date & Time : 8 May 2025 Thursday 12:02 am

গত ৫ বছর শান্তিতে ছিল কলাপাড়ার সাধারণ মানুষ—-অধ্যক্ষ মহিব

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী এলাকার সাধারণ মানুষ সন্ত্রাসীদের অত্যাচার, নির্যাতনে কোনঠাসা হয়ে পড়েছিল। কিন্তু গত ৫ বছরে এসব চিহ্নিত সন্ত্রাসীদের কবল থেকে আমি সাধারণ মানুষকে মুক্তি দিয়েছি। এখন আর সন্ত্রাসীদের ভয়ে কাউকে দিন কাটাতে হয়না। তাদের নির্মূল করতে আল্লাহ’র অশেষ দয়ায় শেখ হাসিনা আমাকে আপনাদের খেদমত করতে পাঠিয়েছেন। বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) শেষ বিকালে  বালীয়াতলী ইউনিয়নের তুলাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক পথসভায় এসব কথা বলেন নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান। 

এসময় তিনি আরও বলেন, আমার শ্রদ্ধেয় মামা মরহুম ইসমাইল তালুকদার জীবদ্দশায় বঙ্গবন্ধুকে ভালোবেসে তার নীতি আদর্শ মেনে দলের জন্য কাজ করে গেছেন। কিন্তু তারই পুত্র মাহাবুব ভাই নৌকা প্রতীক নিয়ে এই জনপদ থেকে সাবেক তিনবারের এমপি ও প্রতিমন্ত্রী  নির্বাচিত হয়েও আজ দলের বিরুদ্ধে, নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।

তিনি বলেন, ঘুমিয়ে থাকা সন্ত্রাসীদের জাগ্রত করে তাদের কাছে টেনে নিয়ে এখন নৌকার বিদ্রোহী প্রার্থী আবারও এই জনপদটাকে অশান্ত করতে চাইছেন। কিন্তু শান্তিপ্রিয় মানুষ তাকে এবং তার সন্ত্রাসী বাহিনীকে প্রত্যাখ্যান করেছে। তিনি তা হয়তো বুঝে গেছেন। আর তাই বালিয়াতলীর নৌকা প্রেমী মানুষকে তার পোষ্য কুখ্যাত সন্ত্রীদের দিয়ে ভয় দেখিয়ে দলে ভিড়াতে চাইছেন। কিন্তু কোন ভয় না পেয়ে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ৭ জানুয়ারী ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহবান জানান মহিব্বুর রহমান।

বালিয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় উপজেলা আ.লীগ সাধারণ  সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। 

এর আগে বিকেল থেকে সভাস্থলে মিছিল নিয়ে হাজির হন নৌকাপ্রেমী হাজার হাজার নারী-পুরুষ। এসময় সভা প্রাঙ্গন কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

রুবেল//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২২,২০২৩//