Print Date & Time : 2 July 2025 Wednesday 9:58 am

গফরগাঁওয়ে রান্নাঘরের খাদ্যে স্প্রে করে মালামাল লুট

ময়মনসিংহের গফরগাঁওয়ে অজ্ঞান পার্টি এক পরিবারের পাঁচ সদস্যকে অচেতন করে স্বর্ণালঙ্কার, টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে । 

বৃহস্পতিবার দিবাগত রাতে গফরগাঁও পৌর শহরের ৫নং ওয়ার্ডের রেলওয়ের গোরস্থান রোডের এলাকার মোঃ আকরাম হোসেনের বাসায় এ ঘটনাটি ঘটে। 

জানা যায়, বৃহস্পতিবার রাতে কোনো একসময় দুর্বৃত্তরা বাসার রান্না ঘরের জানালা দিয়ে খাবারের মধ্যে চেতনানাশক ওষুধ স্প্রে করে। রাতে ওই খাবার খেয়ে পরিবারের পাঁচ সদস্য অজ্ঞান হয়ে পড়ে। পরে গভীর রাতে বারান্দার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে সব তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।  

অজ্ঞান হওয়া পাঁচ সদস্যরা হলেন মোঃ আকরাম হোসেন (৪৩), সোরাইয়া (২৮), ইকরা (১২), রাহাদ (৯), রৌশান (৬) । 

শুক্রবার (০৫ আগষ্ট) সকালে  প্রতিবেশীরা টের পেয়ে অসুস্থ পাঁচজনকে গফরগাঁও সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৫.২০২২//