সম্প্রতি ময়মনসিংহের গফরগাঁওয়ে শুভসংঘ পরিচালিত বয়স্ক নারী শিক্ষা কেন্দ্রে সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। শুভসংঘ গফরগাঁও শাখা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ও ওসি (তদন্ত) আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল হামিদ বাচ্চু।
অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথি ৩৫ জন বয়স্ক নারী শিক্ষার্থীর মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাহতাব উদ্দিন সাদেক।
এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শুভসংঘের প্রধান উপদেষ্টা ডা. কে এম এহসান বলেন, ‘কালের কণ্ঠ শুভসংঘের মহতী উদ্যোগগুলোর মধ্যে বয়স্ক নারী শিক্ষা কেন্দ্র অন্যতম। এখানে পাঠদানের পাশাপাশি বয়স্ক নারী শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তাঁরা সমাজ ও নিজেদের জীবনমান উন্নয়ন করতে পারেন। ’
এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৫, ২০২২//