Print Date & Time : 5 July 2025 Saturday 2:23 pm

গভীর রাতে শীতবস্ত্রহীন মানুষের পাশে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা

কুষ্টিয়া শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গভীর রাতে শীতবস্ত্র বিতরণ করছেন স্বপ্ন প্রয়াস যুব সংস্থা।
শুক্রবার রাতে কুমারখালির ছেউড়িয়া লালন শাহ মাজার পাশে শীতবস্ত্রহীন ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও গত ৪ জানুয়ারি থেকে রাতে কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা প্রকৃত শীতবস্ত্রহীন মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সংগঠনটি।

সংগঠনটির সভাপতি সাদিক হাসান রহিদ জানান, আমরা যখন দিনের বেলায় কম্বল বিতরণ করি তখন অনেক মানুষ আছে যারা সত্যিকারের পাওয়া যোগ্য তারা পায় না। তাই আমরা সংগঠনের সদস্যরা মিলে প্রতিদিন রাতে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যারা প্রকৃত অর্থেই শীতবস্ত্রহীন ভাবে জীবনযাপন করছে তাদের তাদের পাশে দাঁড়াতে। আমাদের এই শীতবস্ত্র বিতরণ চলামান থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেরাব হাসান মুশফিক, সহ-সভাপতি রিফাত, নৌশি সদস্য তুষার,উজ্জ্বল, হাসিবুল, ওরথি।
তারা এ-যাবৎ ৩০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।

দৈনিক দেশতথ্য//এল//