দীপ্ত শাহীন, লালমনিরহাট: জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার এলাকায় গরু ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিল বিকল হয়েছে। এতে করে চরম দুর্ভোগে পড়েছে শত শত ট্রেনযাত্রী।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বিকেল ৪ টায় । লালমনিরহাট রেল স্টেশন হতে ছেড়ে আসা ২৯০৩ নম্বর আপ লোকাল ট্রেনটি কাকিনা রেলস্টেশন ছেড়ে তুষভান্ডার রেলস্টেশনে যাওয়ার পথে রেললাইনের উপর গরুর সাথে ধাক্কা লাগে। এতে ট্রেনের এয়ার পাইপ ফেটে যায়। ফলে ট্রেনের ভেকম করতে না পাওয়ার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রায় ৩ ঘণ্টা ধরে ট্রেনটি ওই স্থানে দাঁড়িয়ে আছে। এ রির্পোট পর্যন্ত নতুন ইঞ্জিনে পাঠানোর পক্রিয়া চলছে। নতুন করে ইঞ্জিন গিয়ে ট্রেনটি উদ্ধার করে বুড়িমারীতে নিয়ে যাবে পরে সেখান হতে পুনরায় আসবে। এতে করে প্রায় ৪ ঘন্টা ট্রেনটি বিলম্বে লালমনিরহাটে আসবে। ট্রেনচালক মো. আরিফুল হক রিংকু জানান, দু’টি গরু রেললাইনের ওপর দিয়ে পাড় হতে ধরে ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে। এতে ইঞ্জিন বিকল। লালমনিরহাট রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কাকিনা রেলস্টেশনের মাস্টার আসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//