Print Date & Time : 20 April 2025 Sunday 6:43 pm

গাংনীতে অগ্নিকান্ডে তামাক পুড়ে ছাই

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে তামাক ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তামাক পুড়ে ছাই হয়েছে।

সােমবার (১৩ মার্চ) সকালের দিকে মহাম্মদপুর গ্রামের কৃষক হাউস আলীর তামাক ঘরে এ দুর্ঘটনা ঘটে।

কৃষক হাউস আলী জানান, সকালের দিকে তামাক জ্বালাচ্ছিলাম। জ্বালানাের এক পর্যায়ে হঠাৎ তামাক ঘরের মধ্যে আগুন লেগে যায়। তামাক ঘরের পাইপ লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ওই আগুন পুরাে তামাক ঘরে জ্বলে উঠে। এসময় ঘরের পুরাে তামাক পুড়ে ছাই হয়ে যায়।

খালিদ সাইফুল,দৈনিক দেশতথ্য ,১৩ মার্চ ২০২৩