মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
দেশি ও প্রবাসী ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মতো এবারও সংগঠনটি দরিদ্র ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
আজ বুধবার সকালে দেশি ও প্রবাসী ফাউন্ডেশন সংগঠনের সভাপতি আদম হোসেন সহ এ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী বিতরণ করেন । ঈদ উপহার হিসেবে প্রতি পরিবারকে দেওয়া হয়, সেমাই, চিনি, তেল, মাংস, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
সংগঠনের সভাপতি আদম হোসেন জানান, আমাদের লক্ষ্য হলো, সমাজের কোনো মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়। আমরা দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় এ কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যেতে চাই।
উপহার পাওয়া এক স্থানীয় বাসিন্দা বলেন, এই সহায়তা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ। ঈদে বাচ্চাদের মুখে হাসি ফুটবে, এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।
উল্লেখ্য, দেশি ও প্রবাসী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে। ঈদ ছাড়াও তারা শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা ও চিকিৎসা সেবার মতো নানা উদ্যোগ গ্রহণ করে থাকে।