গাংনী প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলার গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল কে গ্রেফতার করা হয়েছে।
সােমবার (২৪ ফেব্রুয়ারী) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটিদল সাহারবাটী বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট অভিযান চলমান রয়েছে। এ অভিযানে আওয়ামী লীগ নেতা অতুলকে গ্রেফতার করে একটি মামলার আসামি হিসেবে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Discussion about this post