Print Date & Time : 22 April 2025 Tuesday 12:48 pm

গাংনীতে আ’লীগের প্রার্থী ডা.এএসএম নাজমুল সাগরের নির্বাচনী প্রচারণা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনের আওয়ামী লীগের মনােনীত প্রার্থী ডা. এ,এস,এম নাজমুল হক সাগরের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত গাংনী বাজারে ও পরে উপজেলার বিভিন্ন গ্রামে ও পাড়া-মহল্লায় নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়।

ডাক্তার এ এসএম নাজমুল হক সাগর স্ব-শরীরে ভােটারদের দ্বারে-দ্বারে ভােট প্রার্থনা করেন।

এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসের বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী পৌরসভার সাবেক মেয়র আশরাফুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র নবীর উদ্দিন, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলামসহ আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩১ ডিসেম্বর ২০২৩