Print Date & Time : 28 July 2025 Monday 1:23 am

গাংনীতে আ’লীগ মনোনীত প্রার্থী ডা. সাগরের নির্বাচনী সভা অনুষ্ঠিত

 মেহেরপুরের গাংনীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাংনী শহরের বাস স্ট্যান্ড এলাকায় শহীদ রেজাউল চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গাংনী পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও গাংনী আসনের আ’লীগ মনোনীত প্রার্থী ডা.এ,এস,এম নাজমুল হক সাগর। সভায় প্রধান বক্তা ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম শফিকুল আলম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী, সাবেক মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন। 

এসময় বক্তব্য রাখেন, গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, গাংনীর কাথুলী ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান রানা, ধানখোলা ইউপির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মটমুড়া ইউপির চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়ীয়া ইউপির চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, রায়পুর ইউপির চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু। এছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খালিদ  সাইফুল // দৈনিক দেশতথ্য // ৪ জানুয়ারি ২০২৪