পবিত্র মাহে রমজান উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা শাখা আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের (আসক) সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা’র সভাপতি আনোয়ার হোসেনের উদ্যোগে দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ এপ্রিল), সন্ধার দিকে গাংনী পৌর এলাকার চৌগাছাতে আনোয়ার হোসেনের বাসভবনে এ দো’আ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন এর সভাপতিত্বে দো’আ ও ইফতার মাহফিল আমন্ত্রিত অতিথি ছিলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, গাংনী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট শফিকুল ইসলাম, সভাপতি রফিকুল ইসলাম পথিক, সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও শফিউল ইসলাম স্বপন।
এসময় অন্যান্যের মধ্যে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, দৈনিক মানবজমিনের সাহাজুল সাজু, দৈনিক দেশতথ্য বাংলার মাহাবুল ইসলাম, দৈনিক পশ্চিমাঞ্চলের মাজিদ আল মামুন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ও জাতীয় সাংবাদিক সংস্থা’র সদস্যসহ প্রায় শতাধিক রোজাদার ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
ইফতারের পূর্বে বিশ্ব শান্তি কামনা ও সারাদেশের বিভিন্ন কবরস্থানে শায়িত সকল নর-নারীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় বক্তারা বলেন, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এলাকায় বিভিন্ন ভাবে আইনী সহায়তা ও পরামর্শসহ জনকল্যাণ মুলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের উপর আস্থা রেখে দায়িত্ব পালন করে আসছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলের সাথে ইফতারি ভাগাভাগির মাধ্যমে সমাজে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা আরো বৃদ্ধি পাবে।
এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ১৩,২০২৩//

Discussion about this post