মেহেরপুর থেকে আঃ আলিম :মেহেরপুর গাংনীতে আওয়ামী লীগের তৃণমূল মহিলা কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপ্রতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমপি পত্নী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লাইলা আরজুমান বানু শিলা, জেলা আওয়ামী লীগের মহিলা বিষায়ক সম্পাদিকা নূরজাহান বেগম, গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মনিরুজামান মনি, সাবেক ছাত্রনেতা সাহিদুজামান শিপু, জেলা পরিষদের সদস্য শাহানা ইসলাম শান্তনা, গুলশান আরাসহ বিভিন্ন এলাকার নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি সাহিদুজামান খোকন বলেন, মেহেরপুর জেলার ইতিহাসে সবচেয়ে তৃণমূল আওয়ামী লীগের মহিলা সমাবেশের আয়োজন করা হবে ফেব্রুয়ারীতে। সেই সমাবেশ সফল করতে প্রস্ততি মূলক কর্মী সভার আয়োজন করা হয়। নারীদের সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার গল্প হবে সেই সমাবেশে। আজ দেশের তৃণমূলের ইউপি মেম্বার থেকে শুরু করে নারী সাংসদ, পুলিশ, আর্মি, পাইলট, স্পিকার ও প্রধানমন্ত্রী। কোন দিক দিয়ে নারীরা পিছিয়ে নেই। আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তার দক্ষ নেতৃত্বে একদিকে যেমন দেশের অর্থনেতিক অবস্থার পরিবর্তন ঘটেছে তেমনই দেশের নারী নেতৃত্বের পরিবর্তন হয়েছে । আজ থেকে ১০ বছর আগেও নারীরা ভাবেনি তারা পুলিশ, সেনাবাহিনী বা বিমান বাহিনীর নেতৃত্ব দিবে কিন্তু আজ বিষয়টি মামলিক হয়ে দারিয়েছে। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও সক্রিয় ভাবে সমর্থনের আহবান জানান নারীদের। এসময় তিনি আরও বলেন আগামীতে নারীরা শুধু সংরক্ষিত আসনের জনপ্রতিনিধি হবে ইউপি সদস্য থেকে শুরু করে সংসদ সদস্য পর্যন্ত পুরুষদের সাথে ভোটে মাঠে লড়াই করে বিজয়ী হবে। আর এই সরকারের আমলেই হবে বলে তিনি জানান।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post