Print Date & Time : 11 May 2025 Sunday 5:35 am

গাংনীতে আ.লীগের বিক্ষোভ মিছিল

আব্দুল আলিম, মেহেরপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তি করে মন্তব্য করায় মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে গাংনী উপজেলা আওয়ামীলীগ আয়োজিত এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্র নেতা সাইফুজ্জামান শিপু। যুবলীগ নেতা রাহিবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন,বামুন্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবাইদুর রহমান কমল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মুর্শেদ অতুল ,সাহারবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক প্রমুখ

দৈনিক দেশতথ্য//এল//