Print Date & Time : 9 September 2025 Tuesday 12:22 am

গাংনীতে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাকির আর নেই

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা জাকির হোসেন স্ট্রোকজনিত কারনে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (১৬ আগস্ট) রাত ৩টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রবিবার বিকেল ৩টার দিকে গাংনী উপজেলার রায়পুর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।