Print Date & Time : 20 April 2025 Sunday 11:57 am

গাংনীতে ইটভাটার মাটিতে জনগণের চরম দূর্ভোগ

মেহেরপুর থেকে আঃ আলিম:
মেহেরপুরের গাংনীতে বিভিন্ন সড়ক এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। গুড়িগুড়ি বৃষ্টির সময় বিভিন্ন ইটভাটায় মাটি বহনকারী যানবাহন থেকে পড়ে যাওয়া মাটি কাদায় পরিনত হওয়ায় বিভিন্ন রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। জনগুরুত্বপুর্ণ রাস্তায় মাটি পড়লেও পরিস্কার করেনি ভাটামালিক কিংবা ট্রলি চালকেরা। আর এর খেসারত দিতে হচ্ছে পথচারিদের। ইতোমধ্যে অর্ধশতাধিক পথচারী এবং যানবাহন দূর্ঘটনার পতিত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে প্রশাসন বলছে, ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

জানাগেছে, মেহেরপুরের গাংনী উপজেলায় ৩৮টি ইটভাটা রয়েছে। যার একটিরও অনুমোদন নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এসকল ইভাটায় যেমন ব্যবহার করা হচ্ছে কয়লার বদলে কাঠ, তেমনিই ব্যহার হচ্ছে ফসলি জমির উপরি ভাগের মাটি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্কেবিটর মেশিন দিয়ে মাটিকেটে ট্রলি বোঝাই করে তা নিয়ে যায় ইটভাটায়। মাটি বহনের সময় ট্রলিরমাটি রাস্তায় পড়ে। গত মঙ্গলবার রাত থেকে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টির পানিতে পাকা রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়ে। ওই রাস্তায় চলাচলকারী যানবাহন ও পথচারীরা পড়েন দূর্ঘটনায়।

শ্যামপর গ্রামের শাকিল আহম্দে জানায়, শ্যামপুর কালিগাংনী মাঠের মধ্যে একসপ্তাহ যাবত পুকুর খননের কাজ করছে মাটি বিক্রেতারা। পুকুর খননের জন্য কোন অনুমোতি নেয়া হয়নি। সেই পুকুরের মাটি বিক্রি হচ্ছে গাংনী উপজেলার কুলবাড়িয়া গ্রামের নাজমুল ইসলামের মা ইট ভাটায়। শ্যামপুর থেকে নওয়াপাড়া- কুলবাড়িয়া রাস্তাটি এখন মরণ ফাঁদ। একই অবস্থা গাংনীর ধানখোলা ও আকুবপরসহ বিভিন্ন রাস্তায়। গাংনীর ইদ্রিস আলী জানান, তিনি বুধবার সকালে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়াই রোগী দেখতে যাওয়ার পথে পিচ্ছিল রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রক্তাক্ত জখম হয়েছেন। চিকিৎসা নিচ্ছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
এদিকে ধানখোলা রাস্তার পাশে চারটি ইটভাটার মাটি বহনে কাদার সৃষ্টি হলে ইটভাটার রাবিস ফেলা হয়। ফলে আরো পিচ্ছিল হয়ে পড়ে রাস্তাটি। ধানখোলা গ্রামের রবিন আলী জানায়, গাংনী থেকে ধানখোলা রাস্তার পাশের ভাটাগুলি বিভিন্ন এলাকা থেকে মাটি বহন করে নিয়ে আসছে। একবার অভিযোগ করা হলে কাদা পরিস্কার না করেই কাদার ওপর রাবিশ ফেলে কাদা ঢেকে দেয়া হয়েছিল। তার ওপর আবারো কাদা পড়ে । বৃহষ্পতিবার কয়েকটি নসিমন ও পাখিভ্যান উল্টে অন্ততঃ ১১ জন আহত হয়। এদেরকে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, আওয়ামীলীগ নেতাদের ইটভাটা হওয়ায় প্রশাসন সেদিকে দৃষ্টি না দিয়ে সাধারণ মানুষের ইটভাটায় জরিমানা করেন।
গাংনী ইটভাটা মালিক সমিতির নেতা মনিরুজ্জামান আতু বলেন, এলাকার উন্নয়নের জন্য বৈধতা না থাকলেও বিশেষ ব্যবস্থায় ইটভাটা চালানো হচ্ছে। আমরা বিষয়টি দেখেছি এবং প্রতিটি ইটভাটা মালিককে তাদের স্ব-স্ব এলাকার রাস্তা পরিস্কারের নির্দেশ দিয়েছি। যারা করবে না তাদের বিরুদ্ধে প্রশাসন আইনগত ব্যবস্থা নিবেন। বিশেষ ব্যবস্থাটা কী ? এ প্রশ্নের জবাব মেলেনি।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম বলেন, অনেকেই আমাকে ফোন করেছিলেন। ভাটা মালিক সমিতির নেতাদের দায়িত্ব দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা পরিস্কার করার জন্য। যদি না করে তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। ইতোমধ্যে দোয়েল ব্রিক্সকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলবে।

দৈনিক দেশতথ্য//এল//