Print Date & Time : 21 July 2025 Monday 8:00 am

গাংনীতে ইট-ভাটায় মেহেরপুর ভ্যাট বিভাগের অভিযান

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিভিন্ন ইট ভাটায় কাস্টমস এক্সাইজ ও মেহেরপুর ভ্যাট বিভাগের অভিযান পরিচালিত হয়েছে।

আজ (১২ এপ্রিল) মঙ্গলবার কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ মেহেরপুর জেলার সহকারী কমিশনার এর নেতৃত্বে গাংনী উপজেলার সৌসুমী ইট ভাটায় ভ্যাট বকেয়া থাকায় নির্ধারিত সময়ে ভ্যাট পরিশোধ না করায় ঝটিকা অভিযান চালিয়েছে।

মেহেরপুর ভ্যাট বিভাগের কর্মকর্তাগন ৩টি প্রতিষ্ঠান এর গাড়ীসহ ইট আটক করেন এবং গাড়ী গুলো গাংনী থানায় জমা করা হয়েছে, ও মামলা প্রদানের কার্যক্রম চলিতেছে৷ উক্ত ভাটা গুলো হলো (১)পান্না ব্রিকস প্রোপাইটার হাজী মোহাম্মদ মহাসিন, (২) টপ ব্রিকস প্রোপাইটার আব্দুল রশিদ, (৩) দেশ ব্রিকস প্রোপাইটার নাজমুল, আশরাফুল, ও আসমত।