Print Date & Time : 11 May 2025 Sunday 7:25 am

গাংনীতে ইয়াবাসহ আটক ১

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ১’শ ৫০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার (৮এপ্রিল), রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি গ্রামের মঈন উদ্দিনের ছেলে।

মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি সাইফুল আলম জানান, মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের পিরতলা এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিশ্বজিৎ সরকার ও এএসআই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১’শ ৫০পিচ ইয়াবাসহ রফিকুল ইসলামকে আটক করে। আটককৃত রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা প্রক্রিয়াধীন।

দৈনিক দেশতথ্য//এল//