গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী থেকে ১৬০ পিচ ইয়াবাসহ ২জন যুবককে আটক করেছে পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন- গাংনী উপজেলা শহরের থানাপাড়া এলাকার মোকাদ্দেস হোসেনের ছেলে মামুন হোসেন (৩২) ও মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে সুমন হোসেন (৩০)।
বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে বামন্দী শহর থেকে তাদেরকে আটক করে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দিয়ে রোববার সকালের দিকে মেহেরপুর আদালতে সােপর্দ করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//মে ১,২০২২//

Discussion about this post