Print Date & Time : 22 April 2025 Tuesday 11:25 pm

গাংনীতে এককালিন সরকারী অনুদানের চেক বিতরণ

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর:

মেহেরপুরের গাংনীতে সমাজ সেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ক্যান্সার ও কিডনী সমস্যাসহ জটিল ও কঠিন রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য এককালিন সরকারী অনুদানের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) দুপুর ১-টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এ,এস,এম নাজমুল হক সাগর।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আহম্মেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।

এসময় ৩২ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ষোল লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার আরশেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//১৮ এপ্রিল ২০২৪//