Print Date & Time : 2 May 2025 Friday 12:17 am

গাংনীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ

মেহেরপুরের গাংনীতে প্রতিবাদী এলাকাবাসীর আয়োজনে, সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের অনিয়ম দুর্নীতি ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে অশালিন বক্তব্য ও নানা অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ মে) সন্ধ্যা ৭টার সময় গাংনী  উপজেলার শহীদ রেজাউল চত্বরে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ  খালেক।

গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু’র সঞ্চালনায় ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, গাংনী পৌর মেয়র  আহমেদ আলী, গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  ষোলটাকা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার পাশা, মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক। গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম। ছাত্রনেতা পিন্টু ইসলাম প্রমুখ

এর পূর্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল গাংনী বাজার বাসস্ট্যান্ড শহীদ রেজাউল চত্বর থেকে শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

এবি//দৈনিক দেশতথ্য//জুন ৫,২০২২//