মাহাবুল ইসলাম, গাংনী: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে গাংনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় গাংনীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গাংনী উপজেলার সাবেক এমপি আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গাংনী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন বলেন, “৮০ বছর আগে জন্ম নেওয়া মানুষটি আজ বেঁচে আছেন বলেই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যেতে পারছি।”
তিনি অভিযোগ করে বলেন, “বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য নানা ষড়যন্ত্র হয়েছে। এমনকি বিষ প্রয়োগ করে বিদেশে পাঠানোর চেষ্টাও হয়েছিলো, যাতে এক পক্ষ রাজনৈতিক কর্মকাণ্ডে সুবিধা নিতে পারে। কিন্তু আমাদের আপোসহীন নেত্রী দেশ ছাড়েননি, সাধারণ মানুষের মতো দেশেই চিকিৎসা নিয়েছেন।”
আলোচনাসভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, মুস্তাফিজুর রহমান বাবলু, রবিউল ইসলাম রবি, ইয়ামিন হোসেন বাবলু, সাবেক পৌর কাউন্সিলর নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যুবদল নেতা সুমনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Discussion about this post