মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মাঠে গম কাটা মেশিনের চাপায় বজলুর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত বজলুর রহমান দুর্লভপুর পশ্চিম পাড়ার বাসিন্দা।
শনিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বজলুর রহমানের জমিতে হারভেস্টার মেশিন দিয়ে গম কাটছিলেন এক চালক। এসময় মেশিনের ছিপন পিছন যাচ্ছিলো বজলুর। চলন্ত মেশিনটি পিছনে ঘােরাতে গেলে, আকস্মিকভাবে পিছনে থাকা বজলুর রহমানের শরীরের উপর মেশিনের চাঁকা উঠে গেলে, কৃষক বজলুর রহমান গুরুতর ভাবে আহত হন।
এসময় মাঠের অন্যান্য কৃষকরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে তার শারীরিক অবস্থার আরাে অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ফারুক হোসেন তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করলে, পথে মধ্যে তার মৃত্যু হয়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৩০ মার্চ ২০২৪

Discussion about this post